ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নরসিংদীর সড়কে ময়লার ভাগাড়, অতীষ্ঠ জনজীবন

হৃদয় সরকার, নরসিংদী সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ৫ নভেম্বর ২০২২   আপডেট: ১০:২৪, ৫ নভেম্বর ২০২২
নরসিংদীর সড়কে ময়লার ভাগাড়, অতীষ্ঠ জনজীবন

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়ক ও ইটাখোলা- মটখোলা রোডের পাশের কয়েকটি স্থানে ময়লা আবর্জনা ফেলান স্থানীয় বাসিন্দারা। এতে ওই এলাকা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে দুর্গন্ধে ওই সড়কগুলো দিয়ে যাতায়াতকারীদের দুর্ভোগ পোহাতে হয়। এদিকে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে দাবি করেছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা ব্যাংকার মো. রাব্বানী বলেন, নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের জেলা পরিষদের পাশে ও ইটাখোলা-মটখোলা রোডের শিবপুর ও মনোহরদী পৌরসভা অংশের কয়েকটি স্থানে ময়লা ফেলা হয়। এতে ওই সব স্থান ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এসব ভাগাড় থেকে পরিবেশ দূষিত হচ্ছে। এছাড়ও ছড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের রোগবালাই। বিকল্প কোনো রাস্তা না থাকায় তাই বাধ্য হয়েই নাক মুখ বন্ধ করে এ সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।

শিখারানী দাস নামে এক শিক্ষক বলেন, প্রতিদিন শ্বাস-প্রশ্বাস বন্ধ করে ভাগাড়ের জায়গাটুকু পাড় হতে হয়। আশেপাশের বিভিন্ন জায়গা থেকে ময়লা আবর্জনা ফেলা হয় এসব ভাগাড়ে। এছাড়া মৃত গরু, ছাগলসহ অন্যান্য প্রাণীদের দেহাবশেষও ফেলা হয় এই স্থানে। পৌরসভার ময়লা ছাড়াও দূর- দূরান্ত থেকে ময়লা নিয়ে আসা হয় এখানে। লোকালয়ের কাছাকাছি হওয়ায় প্রতিদিন বিভিন্ন পশুপাখির মাধ্যমে এসব ময়লা চলে যাচ্ছে বসত বাড়িতে।’

মনিরুলজামান নামে অপর এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘ময়লা ফেলা বন্ধ করতে বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করা হলেও তারা কোনো প্রদক্ষেপ নেয়নি। হয়না। বর্জ্য ফেলার পরিবেশ বান্ধব কোন পদ্ধতি ব্যবহার করে দুর্গন্ধ নি:স্কাসনের ব্যবস্থা করাসহ অতি দ্রæত রাস্তা বা লোকালয় থেকে দূরে কোন খোলা জায়গায় ভাগার স্থানান্তর করার দাবী আমাদের। জনবহুল স্থানে যত্রতত্র ময়লা না ফেলে কোন একটি নির্দিষ্ট খোলা জায়গায় সঠিক পদ্ধতিতে বর্জ্য ফেলার দাবি সকলে।

নরসিংদীর ঢাকা হাসপাতালের ডাঃ সহকারী অধ্যাপক গ্যাস্ট্রোলিভার ও মেডিসিন বিশেষজ্ঞ এ.কিউ.এম মোবিন বলেন, ‘যত্রতত্র বর্জ্য ফেলার ফলে নির্গত দুর্গন্ধ থেকে মানুষের বিভিন্ন সংক্রামক রোগের দেখা দেয়। দীর্ঘদিন এইভাবে চলতে থাকলে একজন ব্যক্তির মরণব্যাধি ক্যানসারেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়।’

নরসিংদী সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী রাশেদুল হক বলেন, ‘সড়ক বা মহাসড়কের পাশে ময়লা আবর্জনা ফেলার কোন সুযোগ নাই। বারন করার সত্যেও আমাদের অগোচরে তারা ময়লা ফেলছে। এ বিষয়ে আমার উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এর স্থায়ী সমাধানে কাজ করছে সড়ক বিভাগ।’

মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়