ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডাকাতি মামলায় ৭ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ৮ নভেম্বর ২০২২  
ডাকাতি মামলায় ৭ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ঝিনাইদহে একটি ডাকাতির মামলায় এক আসামিকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই মামলার অন্য ছয় আসামিকে ৮ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ রায় দেন। 

সাজাপ্রাপ্তদের মধ্যে সুজন হোসেন ও হাবিবুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিরা পলাতক।

পাতালক আসামিরা হলেন- আশরাফুল হক, সজল শেখ, মুক্ত হক, মতিয়ার রহমান ও রাশেদুল আলম।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৪ সালের ৫ মে রাতে ঝিনাইদহ শহরের হামদহ ঘোষপাড়া এলাকায় প্রকাশ চন্দ্র বিশ্বাসের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। পরদিন প্রকাশ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

রাজিব/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়