ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ঝালকাঠিতে ৪৫০০ কুকুরকে টিকা দেওয়া হবে

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ১০ নভেম্বর ২০২২  
ঝালকাঠিতে ৪৫০০ কুকুরকে টিকা দেওয়া হবে

ঝালকাঠি সদর উপজেলায় আগামী ১২ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সাড়ে চার হাজার কুকুরকে টিকা দেওয়া হবে। জলাতঙ্ক রোগ নির্মূলের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা থেকে একটি টিম এসে কুকুরদের এই টিকা দেবেন। 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে। এ কাজে প্রাণিসম্পদ বিভাগ সহযোগিতা করবে বলেও সভায় জানানো হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহম্মেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার, পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাহেব আলী ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার। 

সভায় জানানো হয়, ঢাকা থেকে অভিজ্ঞ ২০ জনের টিম এসে সদর উপজেলার বিভিন্ন স্থানে ভাগ হয়ে কুকুরকে টিকা দেবেন। এই কুকুরে কামড় দিলেও জলাতঙ্ক রোগ হবে না। প্রতি বছর এ টিকা অব্যাহত রাখতে হবে বলেও সভায় জানানো হয়। 
 

অলোক/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়