ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বগুড়ার আ.লীগ কার্যালয়ের তালা খুলে দিলো আন্দোলনরত ছাত্রলীগ

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ১০ নভেম্বর ২০২২  
বগুড়ার আ.লীগ কার্যালয়ের তালা খুলে দিলো আন্দোলনরত ছাত্রলীগ

বগুড়ার সাবেক ছাত্রলীগ নেতাদের আশ্বাস এবং তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশের পর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে লাগানো তালা খুলে দিয়েছেন কাঙ্ক্ষিত পদ না পাওয়া ছাত্রলীগ নেতাকর্মীরা। ছাত্রলীগের সাবেক নেতারা পদবঞ্চিতদের কোনোরকম সহিংসতার দিকে না গিয়ে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন চালানোর আহ্বান জানান। এ সময় তারা কমিটি নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেটি যেন দ্রুত নিরসণ করা হয় সেই ব্যাপারেও কেন্দ্রীয় কমিটির সঙ্গে কথা বলার আশ্বাস দেন।

ছাত্রলীগের সাবেক নেতারা হলেন, বর্তমান জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আসাদুজ্জামান দুলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহামুদ খান রনি, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, জেলা যুবলীগের সভাপতি শুভাষীস পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুসহ আরও কয়েকজন। তারা সবাই বগুড়া জেলায় ছাত্রলীগের বিভিন্ন কমিটির নেতৃত্ব দিয়েছেন। তবে এ সময় জেলা আওয়ামী লীগের অন্য কোনো নেতাকে দেখা যায়নি।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে আওমায়ীলীগ নেতারা শহরের টেম্পল রোডে দলীয় কার্যালয়ের সামনে আসেন। দুপুর দেড়টার দিকে তারা ছাত্রলীগের নবগঠিত কমিটির কাঙ্ক্ষিত পদ না পাওয়া সহ-সভাপতি তৌহিদুর রহমান, মিথিলেস কুমার প্রসাদ, সিদ্ধার্থ কুমার সাহা, রাকিবুল হাসান শাওন, নূর মোহাম্মাদ সাগর ও  যুগ্ম সাধারণ সম্পাদক মাহাফুজার রহমানকে নিয়ে বৈঠকে বসেন৷  বৈঠক শেষে দুপুর ২টার দিকে আওয়ামী লীগ নেতারা দলীয় কার্যালয়ের সামনে আন্দোলনরত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন।  
সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম মোহন বলেন, ‘ছাত্রলীগের নতুন এই কমটি অবান্তর কমিটি। এর গ্রহণযোগ্যতা নেই। আপনারা আওয়ামী লীগ নেতাদের নিয়ে অশালীন মন্তব্য করবেন না। আপনাদের আন্দোলনে আমার পূর্ণ সমর্থন থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালাবেন।’ 

বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা বলেন, ‘ছাত্রলীগের কমিটি বাতিলের দাবির সঙ্গে আমরা একমত পোষণ করছি। আন্দোলন হবে নিয়মতান্ত্রিক, শিষ্টাচার এবং শৃঙ্খলার মধ্য দিয়ে। আমরা আপনাদের সকল দাবি জেলা আওয়ামী লীগের সভাপতি-সেক্রেটারির কাছে উপস্থাপন করবো। কমিটি নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেটি যেন দ্রুত নিরসণ করা হয়; সে ব্যাপারেও আমরা কেন্দ্রীয় কমিটির সঙ্গে কথা বলবো।’ 

আন্দোলনরত ও নবগঠিত ছাত্রলীগ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান জানান, ‘জেলা আওয়ামী লীগ নেতারা আমাদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন। এই থেকে প্রমাণিত হয় নতুন কমিটিতে যোগ্য মানুষ মূল্যায়ন পায়নি। আমাদের আন্দোলন চলমান থাকবে।’

আন্দোলনরত ও নব গঠিত ছাত্রলীগ কমিটির সহ-সভাপতি তৌহিদুর রহমান জানান, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমারা বিশ্বাস করি, কেন্দ্রীয় ছাত্রলীগ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে সমর্থন দিয়ে বগুড়া জেলা ছাত্রলীগের ত্যাগীদের মূল্যায়ন করবেন।’ 

গত সোমবার (৭ নভেম্বর) রাত ৯টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বগুড়া জেলা ছাত্রলীগের ৩০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে। এতে সভাপতি করা হয় সজীব সাহাকে। সম্পাদক হন আল-মাহিদুল ইসলাম জয়। এরপর কাঙ্ক্ষিত পদ না পেয়ে জেলা ছাত্রলীগের ওই নবগঠিত কমিটিতে পদ পাওয়া কয়েকজন নেতা তাদের কর্মী সমর্থকদের নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এরপর থেকে চার দিন ক্ষমতাসীন দলের দলীয় কার্যালয় তালাবদ্ধ অবস্থায় ছিল।
 

এনাম/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়