ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মাদারীপুর-ফরিদপুর রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ১১ নভেম্বর ২০২২   আপডেট: ১১:৩১, ১১ নভেম্বর ২০২২
মাদারীপুর-ফরিদপুর রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ

দুই দিনের ধর্মঘটের কারণে মাদারীপুর থেকে ফরিদপুর রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পরেছেন ওই রুটে যাতায়াত কারী সাধারণ যাত্রীরা। বাড়তি টাকা খরচ করে ও বিভিন্ন স্থানে গাড়ি পরিবর্তন করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন তারা।  

মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে আজ শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে আগামীকাল শনিবার (১২ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে ফরিদপুরে। এজন্য ফরিদপুর রুটে পরিবহন বন্ধ রয়েছে।  বিএনপি নেতাদের অভিযোগ, ১২ নভেম্বর তাদের ফরিদপুর বিভাগীয় গণসমাবেশে ব্যাঘাত ঘটাতে এই ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন নেতারা।

জালাল মুন্সি নামের এক ব্যক্তি বলেন, আমার এক আত্মীয় অনেক অসুস্থ। তাকে জরুরীভাবে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্সে জায়গা কম থাকায় আমি যেতে পারিনি। ভেবেছি বাসে করে যাবো। কিন্তু আজ ও আগামীকাল ফরিদপুরে সরাসরি বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন অন্য উপায়ে সেখানে যেতে হবে।’

মাদারীপুর থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী দেখাতে যাওয়া কিশোর পোদ্দার বলেন, ‘আমার ভাগ্নে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ফরিদপুর মেডিকেলে ভর্তি। তাকে দেখতে যেতে হবে। বাস বন্ধ থাকায় যেতে সমস্যা হচ্ছে। আমি এখন অন্য উপায়ে ভেঙ্গে ভেঙ্গে ফরিদপুর যাচ্ছি।’

মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, ‘ফরিদপুরের বিএনপির সমাবেশ নষ্ট করতেই সরকারি দলের লোকজন বাস চলাচল বন্ধ রেখেছে। কিন্তু আমাদের নেতাকর্মী ও জনগণকে কোনভাবেই ফরিদপুরে যাওয়া আটকাতে পারবে না তারা। আমরা আমাদের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সঠিক সময়ে ফরিদপুরের সমাবেশ সফল করবো।’

এই বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার বলেন, ‘আমরা বিএনপির সমাবেশ বানচাল করার উদ্দেশ্য নিয়ে বাস চলাচল বন্ধ করিনি। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতেই দুইদিন মাদারীপুর থেকে ফরিদপুরে কোনো পরিবহনের বাস ছেড়ে যাবে না।’

বেলাল রিজভী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়