ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পশুর নদীর ডুবো চরে আটকা পড়েছে জাহাজ  

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ১১ নভেম্বর ২০২২   আপডেট: ১৭:৫২, ১১ নভেম্বর ২০২২
পশুর নদীর ডুবো চরে আটকা পড়েছে জাহাজ  

ডেক ফেটে মোংলা সমুদ্র বন্দরের পশুর নদীর চরে আটকে পড়েছে ৮০০ মেট্রিকটন কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ। জাহাজটিতে থাকা ১২ জন কর্মকর্তা-কর্মচারী নিরাপদে আছেন। 

শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পশুর নদীর চরকানা এলাকায় এম.ভি জুমায়রা-১ নামের ওই জাহাজটি আটকে যায়। ডেক ফেটে গেলেও জাহাজের অভ্যন্তরে পানি প্রবেশ করেনি বলে জানিয়েছেন জাহাজের মাস্টার ফারুক গাজী। 

মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার ৫ নম্বর এ্যাংকোরেজে থাকা বিদেশি জাহাজ এমভি পিথাগোরাস জাহাজ থেকে কয়লা বোঝাই করে আজ সকালে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে কার্গোটি ছেড়ে আসে।

জাহাজের মাস্টার ফারুক গাজী বলেন, পশুর নদীর চরকানা এলাকায় ডুবো চরে ধাক্কা লেগে আমাদের জাহাজের দুই পাশের ডেক ফেটে যায়। তখন জাহাজটি দ্রুত চরে উঠিয়ে দেই। যার ফলে নদীতে ডুবে যাওয়া থেকে রক্ষা পেয়েছে জাহাজটি। জাহাজটি চরে আটকা থাকলেও জাহাজের অভ্যন্তরে পানি প্রবেশ করেনি। জাহাজটি ঝুঁকিমুক্ত অবস্থায় রয়েছে। ক্রেন এনে কয়লা অপসারণ করে জাহাজটি নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।  

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মাদ শাহীন মজিদ বলেন, জাহাজ আটকে থাকার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। 

টুটুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়