ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘ফরিদপুরের গণসমাবেশে লক্ষাধিক লোকের সমাগম হবে’

ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ১১ নভেম্বর ২০২২   আপডেট: ২০:৫১, ১১ নভেম্বর ২০২২
‘ফরিদপুরের গণসমাবেশে লক্ষাধিক লোকের সমাগম হবে’

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘বিএনপির ফরিদপুরের গণসমাবেশের তিন দিন আগেই আমাদের হাজারো নেতাকর্মী মাঠে সমবেত হয়েছেন। তাদের কারও হাতেই লাঠিসোটা নেই।’

তিনি বলেন, ‘সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে এই গণসমাবেশ আমরা সফল করব। এতে লক্ষাধিক লোকের সমাগম হবে। মাঠ ছেড়ে জনতার উপস্থিতি ছড়িয়ে পরবে ফরিদপুর শহরেও।’

শুক্রবার (১১ নভেম্বর) নগরীর আজিজ ইন্সটিটিউশন মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘মহাসড়কে তিন চাকার যানবাহন নিষিদ্ধের দাবিতে জেলার বাস ও মিনিবাস মালিক সমিতি যে চিঠি দিয়েছিল, তাতে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত দাবি মেনে নেওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছিল। কিন্তু সেই আল্টিমেটাম শেষ হওয়ার আগেই তারা শহরে মাইকিং করে বাস ধর্মঘটের কথা জানিয়ে দেয়। এটি যে সরকারের একটি পাতানো খেলা, সেটা প্রমাণ হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমরা শান্তিপূর্ণভাবে এই গণসমাবেশ সফল করব।’

উল্লেখ্য, শনিবার (১২ নভেম্বর) ফরিদপুরে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শুক্রবার সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বিএনপির কেন্দ্রীয় ও দলীয় নেতাকর্মীরা।

নাজমুল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়