ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জনগণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়: মির্জা ফখরুল

ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ১২ নভেম্বর ২০২২   আপডেট: ১৯:৪৯, ১২ নভেম্বর ২০২২
জনগণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণ রাতের ভোট আর মেনে নেবে না। তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়।’

শনিবার (১২ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এত ভয় কেন, যায়গায় যায়গায় পুলিশি তল্লাশি, নেতাকর্মীদের হয়রানি, পরিবহন ধর্মঘট, শহর থেকে ৫ কিলোমিটার দূরে সভা দিলেন কেন? জনগণ এখন লড়াই করতে শিখে গেছে।’

তিনি বলেন, ‘খাদ্যদ্রব্যের যেই দাম তাতে জনগণ মাঠে নেমে গেছে, জনগণ এখন খাদ্যের জন্য, চিকিৎসার জন্য, বস্ত্রের জন্য লড়াই করবে। আমরা শেখ হাসিনা এবং আওয়ামীলীগ সরকারের পদত্যাগ চাই।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘সরকার এতটা ভীত হয়েছে, যে কারণে আকাশ, নৌ ও সড়ক পথে যুদ্ধ শুরু করে দিয়েছে। সরকারের এখন পালানো ছাড়া কোনও পথ নেই।’

তিনি বলেন, ‘সরকার সমতল যায়গায় নেই, যদি সমতলে থাকত তাহলে অর্থনৈতিক মন্দা ঘটত না। দুর্নীতি এতটাই বেড়ে গেছে, এখন চাল কেনার টাকা নাই, বিদ্যুৎ কেনার টাকা নাই, তেল কেনার টাকা নাই। শুধু নাই আর নাই।’

ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ব্যারিস্টার শাহজাহাস ওমর, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া প্রমুখ।

নাজমুল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়