ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ধামরাই ছাত্রলীগের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রে লিপ্ত পদবঞ্চিতরা’

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ১৩ নভেম্বর ২০২২  
ধামরাই ছাত্রলীগের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রে লিপ্ত পদবঞ্চিতরা’

সদ্য কমিটি হওয়া ধামরাই উপজেলা ছাত্রলীগের কমিটির নেতাদের নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। পদবঞ্চিত দাবিকারী নেতাকর্মীদের নানা অভিযোগের বিপরীতে হচ্ছে সমালোচনাও। তবে নবগঠিত কমিটির নেতাকর্মীরা এ সব অভিযোগ অস্বীকার করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা জানিয়েছেন।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে ধামরাই উপজেলার ক্যাফটেরিয়ায় বসে তার ও বর্তমান ছাত্রলীগের কমিটির বিরুদ্ধে আসা এ সকল অভিযোগের খণ্ডন করেন উপজেলা ছাত্রলীগের ১নং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আশ শাবীব।

আব্দুল্লাহ আশ শাবীব বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো তারা এনেছে,  সেই বিষয়গুলো আমি পরিষ্কার করতে চাই। প্রথমে বলবো, ধামরাই উপজেলার কথিত ছাত্রলীগ নেতা ও তথাকথিত ধামরাই কলেজের ভিপিসহ বাকিরা মূলত নবগঠিত কমিটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন সময় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক আমার নামে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।’ 

তিনি বলেন, ‘আমার ও আমার বাবার বিরুদ্ধে ছাত্র-শিবির সংশ্লিষ্টতার অভিযোগ, আমার দুই ভাই আল-সোয়ায়েব ও তাসলিম জেএমবির হয়ে অপরাধে জড়িয়ে যাবজ্জীবন সাজা ভোগ করছেন বলে অভিযোগ করছেন। এগুলো সম্পূর্ণ মিথ্যে। আমার বাবা ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী। পরবর্তীতে কালিয়াকৈর ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন। আমার বাবাকে ধামরাই উপজেলা আওয়ামী লীগের যে প্রবীণ রাজনৈতিক ব্যক্তিরা রয়েছেন, তারা খুব ভালো করে চেনেন। আমার বাবা বিভিন্ন সময় জামায়াত-শিবিরের বিরুদ্ধে লেখালেখি করেছেন। সেই সঙ্গে আমার কাকা একজন সচিব। সবাই আমার পরিবার সম্পর্কে অবগত আছেন।’ 

২০১২ সাল থেকে ছাত্রলীগের সঙ্গে জড়িত আছেন জানিয়ে আব্দুল্লাহ আশ শাবীব বলেন, ‘ধামরাই উপজেলা ছাত্রলীগের সঙ্গে আমি তখন থেকে জড়িত। ধামরাই উপজেলা ছাত্রলীগের সঙ্গে একনিষ্ঠ কর্মী হিসেবে এখনও আছি। আমি মূলত যে ইউনিয়ন থেকে ছাত্রলীগে এসেছি, তা অনেক কষ্ঠসাধ্য ছিল। ২০১৪ সালে যখন জামায়াত-বিএনপি জ্বালাও-পোড়াও আন্দোলন করেছিল, তখন ছাত্রলীগের নেতাদের সঙ্গে আমিও ছিলাম। তাহলে আমি শিবিরের সঙ্গে যুক্ত কীভাবে?’   

দুই ভাই জেএমবির সঙ্গে জড়িত থাকার বিষয়ে তিনি বলেন, ‘আমার দুই ভাই এখন জার্মানিতে আছেন। তারা কীভাবে জেএমবির সদস্য হয়। আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে, সব কিছু মিথ্যে।’ 

এ সময় আব্দুল্লাহ আশ শাবীব বলেন, ‘ছাত্রলীগ নিয়ে যারা এখন অপপ্রচার করছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে হাবিব নামের একজন। তিনি কখনওই ভিপি ছিলেন না। অথচ তিনি ভিপি পরিচয় দেন। ভিপি হতে হলে গঠনতন্ত্র অনুযায়ী আসতে হবে। এ ছাড়া তিনি ধামরাই কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে দাবি করেন। অথচ জেলা ছাত্রলীগের কমিটির প্যাডে তার নাম নেই। তিনি নিজেকে ছাত্রলীগ নেতা হিসেবে দাবি করেন, তার তো ছাত্রলীগ করার যোগ্যতা নেই।’ 

আব্দুল্লাহ আশ শাবীব বলেন, ‘দীর্ঘ ২১ বছর পর আমরা ছাত্রলীগের কমিটি পেলাম। এত দিন ধামরাই ছাত্রলীগের কমিটি ছিল না। আমরা যারা কমিটিতে আছি, আমাদের সহায়তা করে আমাদের পাশে থাকার কথা, অথচ তারা আমাদের নিয়ে নানা জায়গায় অপপ্রচার করছেন।’
 

সাব্বির/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়