ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মঞ্চে ওঠা নিয়ে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ১৪ নভেম্বর ২০২২   আপডেট: ২১:৩৯, ১৪ নভেম্বর ২০২২
মঞ্চে ওঠা নিয়ে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দলের কর্মী আজমল হোসেন চৌধুরী নিহত হয়েছেন। তিনি উপজেলার কুলঞ্জ গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের বিএডিসি মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষ হয়। বিকেলে আজমল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

আজমল হোসেন চৌধুরীর ভাগ্নে রহমত আলী বলেন, ‘আমি ও মামা একসঙ্গে সম্মেলনে ছিলাম। আমার ও মামার ওপর দুটি ইটের ঢিল এসে পড়লে মামা পিঠে আঘাত পান। তাৎক্ষণিক তার আঘাতস্থলে বরফ লাগিয়ে হাসপাতালে নিয়ে যাই। সেখানে গেলে তার অবস্থার অবনতি হয়। এক পর্যায়ে মারা যান মামা।’

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দিরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মঞ্চে ওঠা নিয়ে সাবেক পৌর মেয়র মোশারফ মিয়া ও প্রদীপ রায়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়ার সমর্থকদের মঞ্চে উঠতে না দেওয়ায় সভা শুরুর পরপর সংঘর্ষের সূত্রপাত। আহতরা হলেন— দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, জেলা আওয়ামী লীগ নেতা কামরুল হাসান চৌধুরী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, আওয়ামী লীগ নেতা এবাদুর রহমান কুবাদ, পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র মোশাররফ মিয়া দাবি করেছেন, ‘নিহত আজমল হোসেন চৌধুরী আমার কর্মী। সংঘর্ষের সময় আমার সামনে প্রতিপক্ষের ইটের আঘাতে আহত হয়ে হাসপাতালে যাওয়ার পর আজমলের মৃত্যু হয়েছে।’

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। একজন মারা গেছেন, তবে কীভাবে মারা গেছেন এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

সংঘর্ষের সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুল সামাদ আজাদ ডন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন। 
 

নুর/বকুল/এনএইচ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়