ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ ভাগ নারী অন্তর্ভুক্তের দাবি

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ১৫ নভেম্বর ২০২২  
রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ ভাগ নারী অন্তর্ভুক্তের দাবি

২০২৫ সালের মধ্যে সব রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ ভাগ নারী অন্তর্ভুক্তকরণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অপরাজিতা ও নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাগেরহাট জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীন। 

এসময় অন্যদের মধ্যে রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগমসহ বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

নারী নেত্রীরা বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নারীর রাজনৈতিক ক্ষমতা নিশ্চিতে সব রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটিতে ৩৩ ভাগ নারীকে অন্তর্ভুক্ত করতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ জাতীয় ও স্থানীয় নির্বাচনে সমসংখ্যক নারীদের মনোনয়ন দেওয়ারও দাবি তোলেন তারা। 

তারা আরও বলেন,  রাজনৈতিক দলে নির্দিষ্ট ফরমে চাঁদা দিয়ে নারীদের সদস্যপদ নিশ্চিত করতে হবে। প্রতিটি দলের জেলা ও উপজেলা কমিটিতে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্তি ছাড়াও কমপক্ষে একটি সহসভাপতি বা যুগ্ম সম্পাদক পদ দিতে হবে। সেই সঙ্গে স্থানীয় নির্বাচনে কেবলমাত্র প্রতীকী অংশগ্রহণ নয়, নারীর প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করারও দাবি জানান বক্তারা।

টুটুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়