ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ আজও নির্মাণ হয়নি 

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ১৫ নভেম্বর ২০২২  
সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ আজও নির্মাণ হয়নি 

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ১৫তম বার্ষিকী আজ ১৫ নভেম্বর। ২০০৭ সালের এই দিনে সিডর আঘাত হেনেছিল উপকূলীয় জেলা ঝালকাঠিতে। এতে লণ্ডভণ্ড হয়ে যায় ঝালকাঠির বেড়িবাঁধ, রাস্তাঘাট ও ব্রিজ-কালভার্ট। প্রাণহানিও ঘটে। ঘূর্ণিঝড় সিডরের ১৫ বছর পার হলেও আজও ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর তীরে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। যার ফলে ঝড়, বন্যা ও জলোচ্ছ্বাস হলে এই অঞ্চলের মানুষের ব্যাপক ক্ষতি হয়। 

সর্বশেষ ঘূর্ণিঝড় সিত্রাং-এ ভেঙে যাওয়া বেড়িবাঁধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতি পুষিয়ে উঠতে সুগন্ধা ও বিষখালী নদীর তীরে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি ঝালকাঠিবাসীর। ক্ষতিগ্রস্তরা জানায়, ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগে সুগন্ধা নদীর দক্ষিণ তীরে নলছিটি উপজেলার বারইকরণ খেয়াঘাট এলাকার প্রায় দেড় কিলোমিটার বেরিবাঁধ ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতে স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। একবার সংস্কার করা হলেও তা বেশি দিন টেকেনি। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় নদী তীরবর্তী বসতঘর, মসজিদ, মাদ্রাসা, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা হুমকির মধ্যে রয়েছে। 

শুধু বারইকরণ খেয়াঘাট নয়, জেলার মগড়, উত্তমাবাদ, গাবখান চ্যানেল, সারেঙ্গল, শাচিলাপুর, বাদুরতলা লঞ্চঘাট, ও কাঁঠালিয়া-রাজাপুরের বিভিন্ন এলাকার সুগন্ধা ও বিষখালী নদীর অর্ধশত স্থানে ১১ কিলোমটার স্থায়ী বেড়িবাঁধ না থাকায় ইতোমধ্যে অনেকের বসতঘর, দোকানপাট, বিদ্যালয়ের ভবনসহ বহু স্থাপনা নদীগর্ভে বিলিন হয়ে গেছে। বন্যা হলেই নদী তীরবর্তী মানুষগুলো আতঙ্কের মধ্যে বসবাস করে। তারা বিভিন্ন সময় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি করলেও তা বাস্তবায়ন হয়নি।

ঝালকাঠির বারইকরণ এলাকার রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের এলাকার বেড়িবাঁধ ঘূর্ণিঝড়র সিডরে ভেঙে যায়। এরপর থেকে স্থায়ীভাবে আর নির্মিত হয়নি। একবার কোনোরকমের মেরামত করা হলেও প্রাকৃতিক দুর্যোগে আবারও তা ভেঙে গেছে। এখন বেড়িবাঁধ যে ছিল, তা-ও দেখা যায় না। স্বাভাবিক জোয়ারের পানিতেও তলিয়ে যায় ফসলের ক্ষেত। বন্যায় মানুষের ঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, এতিমখানা ও মসজিদে পানি ওঠে। আমরা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানাচ্ছি।’  

নদীতীরের হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ মো. হাবিবুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড় সিডর থেকে বেড়িবাঁধে ভাঙন শুরু হয়। এখন পর্যন্ত এটি স্থায়ীভাবে মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। আমরা ইদানিং ঝুঁকির মধ্যে আছি। এখানে শিক্ষাপ্রতিষ্ঠান আছে, মাদ্রাসা ও মসজিদ আছে, একটি পুরনো খেয়াঘাটও রয়েছে, ৫০০ একরের মতো জমি আছে, যাতে ফসল হয়; এগুলো পানিতে তলিয়ে গেলে বিপদে পড়তে হচ্ছে। তাই দ্রুততম সময়ের মধ্যে বেড়িবাঁধ নির্মাণের দাবি জানাচ্ছি।’  

বারইকরণ গ্রামের আব্দুল বারেক খন্দকার বলেন, ‘আমাদের জমিজমা সবসময় পানিতে তলিয়ে থাকে। কৃষি কাজ করতে পারি না। অনেক সমস্যায় আছি, বেড়িবাঁধটি স্থায়ীভাবে মেরামতের দাবি জানাই।’  

নদীতীরের বাসিন্দা তাজনেহার বেগম বলেন, ‘আমাদের ঘরবাড়িতে পানি উঠে তলিয়ে যায়। বেড়িবাঁধটি ভাঙা অবস্থায় আছে। মানুষ হাঁটাচলা করার অবস্থায়ও নেই। অনেক স্থানে বাঁশ দিয়ে সাঁকো বানিয়ে চলতে হয়। বেড়িবাঁধটি স্থায়ীভাবে নির্মাণ করা হলে আমরা বেঁচে যেতাম।’   

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রকিব হোসেন বলেন, ‘বারইকরণ খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধসহ জেলার বিভিন্ন স্থানে ১১ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। আমরা তালিকা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি। বরাদ্দ পেলে এসব বাঁধ নির্মাণে কাজ করা হবে।’

অলোক/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়