ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিএনপি’র লিফলেট বিতরণে হামলা, সাবেক দুই এমপিসহ আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ১৮ নভেম্বর ২০২২   আপডেট: ১৪:৫৮, ১৮ নভেম্বর ২০২২
বিএনপি’র লিফলেট বিতরণে হামলা, সাবেক দুই এমপিসহ আহত ১০

রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করতে সিরাজগঞ্জের কামারখন্দে বিএনপি’র লিফলেট বিতরণে সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য আসিফা আশরাফি পাপিয়াসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন। 

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ালসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে কামারখন্দ উপজেলার জামতৈল বাজার এ ঘটনা ঘটে।

আহত অন্যরা হলেন- জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম খান ও রাশেদুল হাসান রঞ্জনসহ ১০ নেতাকর্মী 

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ। আর এই সমাবেশ সফল করতে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে জামতৈল বাজার এলাকায় লিফলেট বিতরণের কার্যক্রম চলছিল। এসময় হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে বিএনপির সাবেক এমপিসহ ১০ নেতাকর্মী আহত হন। পরে  আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করতে কামারখন্দ উপজেলা বিএনপি কার্যালয়ে প্রস্ততি সভা শেষে লিফলেট বিতরণ করা হচ্ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা এসময় আমাদের কর্মীদের উপরে হামলা চালায়। তারা আমাদের সঙ্গে থাকা দুইটি গাড়ি ও ৫টি মোটরসাইকেল ভাংচুর করেছে।’ 

কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ বলেন, ‘বিএনপি’র লিফলেট বিতরণের সময় তাদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও মারধর করা হয়েছে।’ 

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-নবী প্রধান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ালসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পরিত্যাক্ত অবস্থায় ৫টি তাজা ককটেল উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।’

অদিত্য/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়