ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বরগুনায় ১২২ কেজি হরিণের মাংস জব্দ

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৮, ১৯ নভেম্বর ২০২২  
বরগুনায় ১২২ কেজি হরিণের মাংস জব্দ

বরগুনায় ১২২ কেজি হরিণের মাংসসহ ইঞ্জিন চালিত একটি ট্রলার জব্দ করেছে পুলিশ । তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। 

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে সদরের ক্রোক এলাকায় অভিযান চালিয়ে এ মাংস জব্দ করা হয়।

পুলিশ জানায়, সুন্দরবনে থেকে হরিণ শিকার করে বরগুনা পাথরঘাটা হয়ে বরগুনা শহরের দিকে একটি ইঞ্জিন চালিত নৌকা আসছে বলে খবর আসে। পরে আজ দুপুর ১২ টার দিকে ক্রোক এলাকায় অভিযান শুরু করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা ও মাংস ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ওই নৌকা থেকে মাংস জব্দ করা হয়।

বরগুনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এজন্য কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের মাংস বরগুনা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। কবির নামে এক হরিণ শিকারিকে আসামি করে মামলা করা হয়েছে।

বন বিভাগের বরগুনা রেঞ্জের অফিসার মতিয়ার রহমান জানান, জব্দকৃত হরিণের মাংস নষ্ট করে মাটি চাপা দেওয়া হবে।

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়