ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জেলা পরিষদ নির্বাচন: চাঁপাইনবাবগঞ্জে ফল হেরফেরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ২১ নভেম্বর ২০২২  
জেলা পরিষদ নির্বাচন: চাঁপাইনবাবগঞ্জে ফল হেরফেরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ভোটের ফলাফল কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আব্দুল হাকিম নামের এক সদস্য প্রার্থী। 

সোমবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের সোনার মোড়ের ব্যক্তিগত অফিস কক্ষে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আব্দুল হাকিম ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে হাতি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সংবাদ সম্মেলনে আব্দুল হাকিম অভিযোগ করে বলেন, `জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী হিসেবে আমি জনপ্রিয় ছিলাম। গতবারও আমি জেলা পরিষদের সদস্যও ছিলাম। কিন্তু ১৪ তারিখের নির্বাচনে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের যোগসাজশে ফলাফল বদলে যায়। আমাকে বিজয়ী প্রার্থীর কাছের প্রতিদ্বন্দ্বি করে আমার পক্ষে ভোট দেখায় মাত্র ৭২ টি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের ফলাফলের পাবলিক রেজাল্ট শিটে থাকা কিউআর কোডে কোনো তথ্য পাওয়া যায়নি। এই ঘটনায় আমি প্রধান নির্বাচন কমিশন, জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পুনরায় ভোট গণনার আবেদন জানিয়েছি। ৫ দিন পার হয়ে গেলেও এখনো তাদের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি।’

সদস্য প্রার্থী আব্দুল হাকিমের অভিযোগের প্রেক্ষিতে জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, ‘ওই সদস্য প্রার্থী ভোট গ্রহণের দিন প্রিজাইডিং কর্মকর্তার কাছে অভিযোগ করেননি। রিটার্নিং কর্মকর্তার কাছে যে অভিযোগ করেছেন তা সময় মতো হয়নি। এখন বিধিনুযায়ী গেজেট প্রকাশের পর তিনি আইনী আশ্রয় নিতে পারেন।’

মেহেদী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়