ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রসিক নির্বাচনে জাপার প্রার্থী চূড়ান্ত হবে রওশন এরশাদ এলে: রাঙ্গা

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ২১ নভেম্বর ২০২২  
রসিক নির্বাচনে জাপার প্রার্থী চূড়ান্ত হবে রওশন এরশাদ এলে: রাঙ্গা

মসিউর রহমান রাঙ্গা।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে মেয়র প্রার্থী চূড়ান্ত করা আছে। রওশন এরশাদ এলেই তা প্রকাশ করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির বহিস্কৃত নেতা, দলটির সাবেক মহাসচিব ও সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা। 

সোমবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেই মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাঙ্গা বলেন, ‘জাতীয় পার্টির মহাসচিব গঠনতন্ত্র অনুযায়ী কাউকে নির্বাচনের জন্য মনোনয়ন দিতে পারেন না। যদি দিয়ে থাকেন তাহলে সেটা সঠিক হবে না। গঠনতন্ত্র অনুয়ায়ী চেয়ারম্যানই রসিক নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেবেন।’

এসময় তিনি রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দল যাকে প্রার্থী করবে তার পক্ষে সবাইকে কাজ করার আহবান জানান।

তিনি আরো বলেন, ‘দলের মধ্যে গন্ডগোল চলছে, নির্বাচন এলে জাতীয় পার্টিতে এটি শুরু হয়। রওশন এরশাদ দেশে আসলে দেবর ভাবীর সম্পর্কের যেমন ঠিক হবে তেমনি দলের সব গন্ডগোলও ঠিক হয়ে যাবে।’ 

পার্টির চেয়ারম্যানের সঙ্গে কোনো দ্বন্দ নেই উল্লেখ করে রাঙ্গা বলেন, ‘আমি জাতীয় পার্টিতে কোনো পদ পদবীতে না থাকলেও আজীবন জাতীয় পার্টির সঙ্গেই আছি ও থাকবো।’

এর আগে মসিউর রহমান রাঙ্গা একদিনের সফরে এসে তার নির্বাচনি এলাকায় কয়েকটি অনুষ্ঠানে যোগদান করেন। পরে তিনি মোটরসাইকেল এবং গাড়িবহর নিয়ে শোডাউন করে রংপুরে প্রবেশ করেন। 

আমিরুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়