ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পরাজিত প্রার্থীর কাছে ক্ষতিপূরণ চেয়ে জয়ী প্রার্থীর মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ২৩ নভেম্বর ২০২২   আপডেট: ১১:২১, ২৩ নভেম্বর ২০২২
পরাজিত প্রার্থীর কাছে ক্ষতিপূরণ চেয়ে জয়ী প্রার্থীর মামলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার জেলা পরিষদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বি পরাজিত প্রার্থী মো. শফিকুল আলমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করেছেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করেন তিনি।  আগামী ১৫ জানুয়ারি জবাব দিতে বিবাদীকে সমন জারি করেছেন আদালত।  এর আগে গত ২ নভেম্বর বিবাদীর কাছে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়।

মামলায় উল্লেখ করা হয়, জেলা পরিষদ নির্বাচনের আগে গত ১৫ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী শফিকুল আলম আওয়ামী লীগ প্রার্থী আল-মামুন সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন সংবাদ মাধ্যমের কাছে।

এ বিষয়ে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল আলম বলেন, ‘উনার (বর্তমান চেয়ারম্যান) মানহানি হওয়ার মতো আমি কিছু বলিনি। আর যেসব কথা বলেছি এসব বললে মামলা হলে তো প্রতিদিনই সারাদেশে অনেক মামলা হবে। আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করা হবে।’ 

রুবেল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়