ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ব্রাজিলের খেলা নিয়ে গোপালগঞ্জে উৎসাহ-উন্মাদনা 

বাদল সাহা, গোপালগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ২৪ নভেম্বর ২০২২   আপডেট: ১২:৫৯, ২৫ নভেম্বর ২০২২
ব্রাজিলের খেলা নিয়ে গোপালগঞ্জে উৎসাহ-উন্মাদনা 

কাতার বিশ্বকাপে ব্রাজিলের খেলা নিয়ে উৎসাহ-উন্মাদনা ছড়িয়ে পড়েছে গোপালগঞ্জে। শোভাযাত্রাসহ বাসা-বাড়ী, পাড়া-মহল্লা ও সড়কে সড়কে টাঙানো হয়েছে ব্রাজিলের পতাকা। সমর্থকদের আশা, শুধু প্রথম মাচ নয়; সব ম্যাচ জিতে ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হবে তাদের প্রিয় দল।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত ১টায় কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে ব্রাজিল। এবারও হট ফেভারিট হয়ে মাঠে নামছে ব্রাজিল।

বৃহস্পতিবার দুপুরে প্রিয় দল ব্রাজিলকে শুভ কামনা জানিয়ে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ব্রাজিল সমর্থক গোষ্ঠী। শোভাযাত্রটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জয় বাংলা চত্ত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে তারা আনন্দ-উল্লাসে মেতে ওঠে। সার্বিয়াকে হারিয়ে বিশ্বকাপ জয়ের যাত্রা শুভ হবে ব্রাজিলের এমনটি মনে করেন সমর্থকেরা।

ব্রাজিলকে সমর্থন জানিয়ে বিভিন্ন বাসা, বাড়ী, দোকান, পাড়া-মহল্লা ও অলিতে-গলিতে ব্রাজিলের পতাকা টাঙ্গিয়েছে ভক্তরা। সমর্থকদের আশা নেইমার ও ভেনাস জুনিয়র তাদের সেরা খেলা দিয়ে সার্বিয়ার সাথে অন্তত ৩ গোলের ব্যাবধানে জয়লাভ করে মাঠ ছাড়বে এবং হেক্সা মিশন পূর্ণ করবে।

ব্রাজিল ভক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রিয়তা দে বলেন, গত বিশ্বকাপ থেকে এবারের বিশ্বকাপের ব্রাজিল দল অনেক পরিপূর্ণ। দলে রয়েছে নেইমান, ভেনাস জুনিয়রসহ বিশ্বমানের খেলোয়াড়। আজকের ম্যাচই নয়, প্রতিটি ম্যাচ জিতে ফাইনালে যাবে ব্রাজিল। আর ৬ষ্ঠ বিশ্বকাপ ঘরে যাবে ব্রাজিলের।

ব্রাজিল ভক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কবিতা হক বলেন, শুধু খেলা নয়, শৈল্পিক ফুটবল খেলা দেখে আমি ব্রাজিলকে সমর্থন করি। এবারের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ব্রাজিল তাদের হেক্সা মিশন পূর্ণ করবে বলে আমি আশাবাদী। 

ব্রাজিল সমর্থক সজীব বিশ্বাস বলেন, দলের রয়েছে নেইমার, ভেনাস জুনিয়র, জেসুসসহ বিশ্বমাতানো খেলোয়াড়। সবাই তাদের সেরা উজার করে দিতে পারলে ব্রাজিল শুধু সার্বিয়ার ম্যাচই জিতবে না, সব ম্যচ জিতে বিশ্বকাপ নিজেদের ঘরে তুলবে। 
 

বাদল/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়