ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুমিল্লার ৫ ইউপিতে চলছে ভোটগ্রহণ 

কুমিল্লা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ২৮ নভেম্বর ২০২২   আপডেট: ১১:০৩, ২৮ নভেম্বর ২০২২
কুমিল্লার ৫ ইউপিতে চলছে ভোটগ্রহণ 

কুমিল্লার পাঁচ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর, বারপাড়া, চৌয়ারা, জোড়কানন পূর্ব ও জোড়কানন এই পাঁচ ইউনিয়নে নির্বাচন হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচ ইউনিয়ন পরিষদের ৫১টি কেন্দ্রের ৩২০টি ভোটকক্ষে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। পাঁচ ইউপিতে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত সদস্য পদে ৪১ জন ও সাধারণ সদস্য পদে ১৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসন সর্বাত্বক ব্যবস্থা গ্রহণ করেছে। 

বিভিন্ন  কেন্দ্র ঘুরে  দেখা  গেছে, পুরুষের চেয়ে নারী  ভোটারের উপস্থিত  বেশি। এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। 

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নিবার্হী অফিসার শুভাশিস ঘোষ বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

রুবেল/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়