ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শ্রীপুরে দুই ফার্মেসীকে ৮০ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ২৮ নভেম্বর ২০২২   আপডেট: ১৬:১৯, ২৮ নভেম্বর ২০২২
শ্রীপুরে দুই ফার্মেসীকে ৮০ হাজার টাকা জরিমানা

গাজীপুরের শ্রীপুরে ওষুধের মোড়কে রেজিস্ট্রেশনবিহীন (D.A.R) ও ম্যানুফ্যাকচারিং অথরাইজেন (M.I) না থাকার অভিযোগে দুই ফার্মেসীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

অভিযানে শিল্পী মেডিকেল হলকে ৩০ হাজার ও শ্যামলী ড্রাগ হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ওই দুই দোকান থেকে আড়াই লাখ টাকার ওষুধ জব্দ করা হয়।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আহসান হাবিব বলেন, ‘ঔষধ আইন-১৯৪০ এর ১৭/২৭ ধারায় দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই সময় দুই দোকান থেকে আড়াই লাখ টাকার অনুমোদনহীন ও বিদেশী ঔষধ জব্দ করে পুড়িয়ে নষ্ট করা হয়।’

রফিক/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়