ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বরগুনায় বাসচাপায় দুই ভাই নিহত

বরগুনা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ২৮ নভেম্বর ২০২২   আপডেট: ২১:৪৮, ২৮ নভেম্বর ২০২২
বরগুনায় বাসচাপায় দুই ভাই নিহত

বরগুনার আমতলীতে বাসচাপায় ভাঙারি ব্যবসায়ী দুই ভাই নিহত হয়েছেন। সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের কেওড়াবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আলম আকন (৩০) ও তার ছোট ভাই মো. আব্দুল্লাহ (১৭)।

পুলিশ জানায়, সকালে ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে করে ভাঙারি মালামাল নিয়ে বরিশাল যান আলম ও আব্দুল্লাহ। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কেওয়াবুনিয়া নামক স্থানে ঢাকাগামী রোমার-সোনালি পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

ইমরান/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়