ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বগুড়ায় তেল নামানোর সময় ফিলিং স্টেশনে আগুন

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ২৯ নভেম্বর ২০২২  
বগুড়ায় তেল নামানোর সময় ফিলিং স্টেশনে আগুন

বগুড়া শহরের তিনমাথা এলাকায় একটি ফিলিং স্টেশনে লরি থেকে তেল নামানোর সময় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে লরিসহ আরও দুইটি ট্রাকে আগুন লাগে।

সোমবার (২৮ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে নর্থ বেঙ্গল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নর্থ বেঙ্গল ফিলিং স্টেশনের ক্যাশিয়ার সুলতান আহম্মেদ রতন জানান, সিরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে এক লরি ডিজেল ও পেট্রোল আনলোডের জন্য আনা হয়েছিল। রাত ৯টার দিকে আনলোড শুরু হওয়ার পর আগুন লাগে।

বগুড়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামরুল হাসান বলেন,  লরি থেকে পেট্রোল নামাচ্ছিল লোকজন। এ সময় পেট্রোল গড়িয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের টায়ারে লেগে যায়। এরপর আগুন লেগে তেলবাহী লরিসহ ট্রাক পুড়ে যায়। খবর পাওয়ার পরপরই আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আমরা বিষয়টি তদন্ত করছি।

এনাম আহমেদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়