ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শীত: ঝালকাঠিতে হাসপাতালে বেড়েছে রোগী

ঝালকাঠি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ২৯ নভেম্বর ২০২২   আপডেট: ১০:৪৭, ২৯ নভেম্বর ২০২২
শীত: ঝালকাঠিতে হাসপাতালে বেড়েছে রোগী

ঝালকাঠিতে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যাই বেশি। আবহাওয়া পরিবর্তনের কারণে গত কয়েক দিন ধরে উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কয়েক  শ‘ রোগী । 

চিকিৎসকেরা বলছেন, দিনে গরম ও রাতে ঠান্ডা পড়ায় শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছেন। বড়রাও আক্রান্ত হচ্ছেন। সদর হাসপাতালে শিশু রোগীর সংখ্যা এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণেরও বেশি বেড়েছে। 

ঝালকাঠি সদর হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে শতাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া গত তিন দিনে এই হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত অর্ধশতাধিক শিশু ভর্তি হয়েছে। অনেকেই বেড না পেয়ে হাসপাতালের ফ্লোরে শুয়েও চিকিৎসা নিচ্ছেন। 

ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়ের শারমিন খাতুন তার ৮ মাস বয়সী সন্তানকে হাসপাতালে ভর্তি কিরেছেন। কথা হলে তিনি বলেন, ‘শ্বাসকষ্ট শুরু হওয়ায় আমি আমার ছেলেকে হাসপাতালে ভর্তি করেছি। চিকিৎসা নেওয়ার পর ওর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।’ 

রুপসিয়া গ্রামের হালিমা খাতুন বলেন, ‘সর্দি–কাশিতে আক্রান্ত আমার এক বছর বয়সী শিশুকে দুদিন আগে হাসপাতালে ভর্তি করেছি। চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন। তবে এখনো ওর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।’

সদর উপজেলার আগরবাড়ি এলাকার আমিনুল রহমান জানান, ‘নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গত শুক্রবার সকালে তিন মাস বয়সী ছেলেকে হাসপাতালে এনেছি। গত  শনিবার বিকেলের পর ওর অবস্থার উন্নতি হতে শুরু করেছে।’

ঝালকাঠি সদর হাসপাতালের শিশু চিকিৎসক আবুল বাশার বলেন, ‘হঠাৎ করে আবওয়া পরিবর্তন হওয়ায় শিশুরা সর্দি–কাশি, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যা বেশি।’ 

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মেহেদী হাসান সানি বলেন, ‘প্রতিবছর সাধারণত আবহাওয়া পরিবর্তনের সময় বৃদ্ধ ও শিশুরা ঠান্ডাজনিত নানারোগে আক্রান্ত হন। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এজন্য তাদের প্রতি বেশি যত্নবান হতে হবে।’

অলোক/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়