ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১৪ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি 

ভোলা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ২৯ নভেম্বর ২০২২   আপডেট: ১০:৫৪, ২৯ নভেম্বর ২০২২
১৪ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি 

ভোলার লালমোহন উপজেলায় ২০০৮ সালে মো. জোটন (৪০) এর বিরুদ্ধে একটি চুরির মামলা হয়। এরপর থেকে এলাকা ছেড়ে দেশের বিভিন্নস্থানে পালিয়ে ছিলেন তিনি। এর মধ্যে এই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করেন বিচারক।

জোটন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেশখালী গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

১৪ বছর পর সোমবার (২৮ নভেম্বর) মহেশখালী গ্রামের নিজ বাড়ি থেকেই গ্রেপ্তার হয়েছেন জোটন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান।

তিনি বলেন, চুরির মামলায় জোটনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সে নিজ বাড়িতে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। মঙ্গলবার (২৮ নভেম্বর) জোটনকে কারাগারে প্রেরণ করা হবে।

মনজুর/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়