ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১২ ঘণ্টাও নিভেনি ভবানীপুর টেক্সটাইলের আগুন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২৯ নভেম্বর ২০২২   আপডেট: ১৩:০৩, ২৯ নভেম্বর ২০২২
১২ ঘণ্টাও নিভেনি ভবানীপুর টেক্সটাইলের আগুন

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় শামীম টেক্সটাইল মিলে লাগা আগুন ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে একযোগে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট।  

এর আগে সোমবার (২৯ নভেম্বর) রাত ১২ টা ১০ মিনিটের দিকে ওই টেক্সটাইল কারখানার তুলার গোডাউনে আগুন লাগে। পরে রাত সাড়ে ১২ টা থেকে শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট কাজ করে যাচ্ছে। 

তবে আগুন নেভাতে পানির স্বল্পতা নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। 

কারখানা কর্তৃপক্ষ দাবি করছেন এ আগুনে কয়েকশো কোটি টাকার ক্ষতি হবে তাদের। গোডাউনে বিপুল পরিমাণ তুলা গুদামজাত ছিলো। কিছু তুলা উদ্ধার করা হয়েছে তবে তা ব্যবহার উপযোগী নেই। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তুলার গোডাউনে আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লাগে। ভেকু দিয়ে এখন তুলাগুলো সরানো হচ্ছে। তুলা সরাতে গেলেই সেখান থেকে আগুন বের হচ্ছে। 

ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে উপপরিচালক জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানা কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে তদন্ত কমিটি গঠন করা হবে। এরপরেই মূলত মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। 

আগুনের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

রেজাউল/টিপু 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়