ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আ.লীগ সরকার মাদ্রাসা শিক্ষাকে গুরুত্ব দিয়েছে: প্রিন্স

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ৩০ নভেম্বর ২০২২   আপডেট: ১৬:০৫, ৩০ নভেম্বর ২০২২
আ.লীগ সরকার মাদ্রাসা শিক্ষাকে গুরুত্ব দিয়েছে: প্রিন্স

পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, ‘মাদ্রাসা শিক্ষা আগে অনেকটা অবহেলিত ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার এই শিক্ষাকে ব্যাপক গুরুত্ব দিয়েছে।’

তিনি বলেন, ‘দেশের অসংখ্য মাদ্রাসা এমপিওভূক্ত করা হয়েছে। সরকারি নানা সহায়তা দেওয়া হচ্ছে। আপনারা এই সরকারের পাশে থাকুন। বাকি যে সঙ্কটগুলো রয়েছে, সেগুলোও কাটিয়ে তোলা হবে।’

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে পাবনা আলিয়া মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবন উদ্বোধনের পর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. আনছারুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক এটিএম ফখরুল ইসলাম, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ, জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালি প্রমুখ।

শাহীন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়