ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফরিদপুরে ১৫ দেশের প্রতিনিধিদের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন

ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ৩০ নভেম্বর ২০২২  
ফরিদপুরে ১৫ দেশের প্রতিনিধিদের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন

বিভিন্ন দেশের প্রতিনিধিরা

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নে এশিয়া শেল্টার ফোরামের আয়োজনে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলংকা, ভারতসহ এশিয়ার ১৫টি দেশের জিও এবং এনজিও প্রতিনিধিরা বাংলাদেশ সরকারের আশ্রয়ণ প্রকল্পগুলো ঘুরে দেখেন।

বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. শাহজাহানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো ঘুরে দেখার সময় প্রতিনিধি দলের সদস্যরা এখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। বাংলাদেশের এই আশ্রয়ণ প্রকল্পগুলো অনুকরণীয় এবং এশিয়ার অন্যান্য দেশেও এই ধারণার প্রয়োগ সময়োপযোগী বলে মনে করেন প্রতিনিধি দলের সদস্যরা।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আশ্রয়ণ প্রকল্প দেশের ভূমিহীন দরিদ্রদের যেমন উপকারে এসেছে, তেমনি বিদেশিদেরও নজর কেড়েছে। এই প্রকল্পের মাধ্যমে হাজার হাজার ভুমিহীনদের আশ্রয়স্থল হয়েছে বলে তিনি জানান।

নিরব/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়