ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজশাহীর গণসমাবেশ: ৩ দিন আগে আসতে শুরু করেছে নেতাকর্মীরা

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ৩০ নভেম্বর ২০২২  
রাজশাহীর গণসমাবেশ: ৩ দিন আগে আসতে শুরু করেছে নেতাকর্মীরা

বগুড়ার শিবগঞ্জ থেকে আসা নেতাকর্মীরা

আগামী শনিবার (৩ ডিসেম্বর) বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশের তিন দিন আগে থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলের শহরে  আসতে শুরু করেছেন। তবে এখনই তারা ঢুকতে পারছেন না সমাবেশস্থলে। সেখানে নেতাকর্মীদের থাকার মতো প্যান্ডেলও করা সম্ভব হয়নি। তাই বিভিন্ন হোটেল, কমিউনিটি সেন্টার ও আত্মীয়-স্বজনের বাড়িতে থাকছেন। 

গণসমাবেশের আগে পরিবহন ধর্মঘট হবে— ধরে নিয়ে আগেভাগে বিভাগের বিভিন্ন জেলা থেকে রাজশাহী আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে নগর বিএনপির কার্যালয়ে বগুড়ার শিবগঞ্জ থেকে আসা ২৫ জনের দলকে দেখা যায়। শিবগঞ্জের বিহারী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম তাদের এনেছেন। সাইফুল জানান, শোয়ার জন্য চাদর, খাওয়ার জন্য চিড়া, মুড়ি ও গুড় নিয়ে তারা গণসমাবেশে যোগ দিতে তিন দিন আগেই চলে এসেছেন।

দলে ছিলেন শিবগঞ্জের সংসারদীঘি গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবদুল গফুর। তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। আমরা আর এই সরকারকে চায় না। সরকার গণসমাবেশে আসতে বাধা দিবে। তাই আগেভাগে এসেছি। কষ্ট করে হলেও এই তিনটা দিন আমরা রাজশাহীতে কাটাব। গণসমাবেশ সফল করবো।’ 

সংসারদীঘি গ্রামের মোজাহার আলী বলেন, ‘শুকনা খাবার সঙ্গে নিয়ে এসেছি। শোয়ার জন্য একটা চাদরও এনেছি। যেখানে রাইত, সেখানেই কাইত। আপাতত এটাই সিদ্ধান্ত।’

এই গণসমাবেশ উপলক্ষে বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিভাগীয় সমন্বয় কমিটি। সংবাদ সম্মেলনে বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘নেতাকর্মীদের থাকার জন্য আমরা শহরের কমিউনিটি সেন্টারগুলো ঠিক করেছিলাম। পুলিশ সবখানে গিয়ে বলে আসছে, কেউ যদি বিএনপির লোকজনকে থাকতে দেয়, তাহলে তাকেই ধরে নিয়ে যাবে। এটা কেমন কথা? একটা সভ্য দেশে এটা হতে পারে? বাধা দিলেও রাজশাহীতেই দেশের সবচেয়ে বড় গণসমাবেশ হবে।’

তিনি বলেন, স্থানীয় নেতাকর্মীরা দূর থেকে আসা মানুষকে থাকতে দেবেন। প্রয়োজনে নিজে না খেয়ে তাদের খাওয়াবেন। এই সমাবেশ থেকে ঢাকার সমাবেশের গণজোয়ার সৃষ্টি হবে। রাজশাহীতে দেশের সবচেয়ে বড় গণসমাবেশ হবে। অন্তত ১৫ লাখ নেতাকর্মী যোগ দেবেন।

আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিএনপির এই গণসমাবেশ হবে। বুধবার (৩০ নভেম্বর) ৮টি শর্তে নগর পুলিশ বিএনপিকে সমাবেশ আয়োজন এবং মাইক ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে সমাবেশের মাঠ ও মঞ্চ প্রস্তুতের কাজ করা লোকজন ছাড়া অন্য কেউ ৩ ডিসেম্বরের আগে মাঠে প্রবেশ করতে পারবে না বলে শর্তে উল্লেখ করা হয়েছে। 
 

কেয়া/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়