ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চেক জালিয়াতির মামলা: আ.লীগ নেতার জেল-জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ৩০ নভেম্বর ২০২২   আপডেট: ২২:২২, ৩০ নভেম্বর ২০২২
চেক জালিয়াতির মামলা: আ.লীগ নেতার জেল-জরিমানা

মিজানুর রহমান লিটন। ফাইল ফটো

চেক জালিয়াতি মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লিটনকে পাঁচ মাসের জেল ও নয় লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ ওয়ায়েজ আল এই রায় দেন। রায় ঘোষণার সময় মিজানুর আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শহীদ তালুকদার রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মিজানুর রহমান লিটন ব্যক্তিগত প্রয়োজনে মাওলানা ভাসানী আদর্শ কলেজের প্রভাষক মিলন মাহমুদের কাছ থেকে ১৪ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে দুই দফায় নয় লাখ টাকা পরিশোধের জন্য পৃথক দুটি চেক দিলেও ব্যাংক থেকে তা ডিজঅনার হয়। এ ঘটনায় মিলন মাহমুদ মামলা করেন। দীর্ঘ শুনানি সাক্ষ্য গ্রহণ শেষে আদালত লিটনকে পাঁচ মাসের জেল ও নয় লাখ টাকা জরিমানা করেছেন।’

মামলার বাদী মিলন বলেন, ‘মিজানুর টাকা ধার নিয়ে ফেরত দেননি। উল্টো আমাকে হামলা-মামলার হুমকি দিয়ে টাকা পরিশোধ না করে নানান টালবাহানা করেছেন।’

কাওছার/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়