ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হেলমেটধারী মোটরসাইকেল চালকদের ফুল ও চকলেট উপহার

লক্ষ্মীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ১ ডিসেম্বর ২০২২   আপডেট: ১১:৪৪, ১ ডিসেম্বর ২০২২
হেলমেটধারী মোটরসাইকেল চালকদের ফুল ও চকলেট উপহার

লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকে সড়কে হেলমেট পরিহিত মোটরসাইকেলচালকদের ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে।

বুধবার (৩০ নভেম্বর) বিকেল থকে শহরে পুলিশ সুপারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের হেলমেট পরিহিত চালকদেরকে গাড়ি থামিয়ে ফুল ও চকলেট বিতরণ করতে দেখা যায়। বিকেলে পুলিশ সদস্যরা চকবাজার এলাকা ফুল দিতে দিতে উত্তর তেহমুনি বঙ্গবন্ধু চত্বর পর্যন্ত যান। 

এমন উদ্যোগের জন্য মোটরসাইকেলচালকরা পুলিশ সুপার ও ট্রাফিক বিভাগকে ধন্যবাদ জানান। 

পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, পুলিশের হাত থেকে রেহাই পেতে নয়, বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য আমাদের এ আয়োজন। যাদের মাথায় হেলমেট আছে আমরা সে সব চালকদের মাঝে ফুল ও চকলেট উপহার দিয়েছি। আমাদের এ উদ্যোগ এরই মধ্যে জেলার রামগতি, রায়পুর, কমলনগর, রামগঞ্জ উপজেলায় শেষ হয়েছে। এবার আমরা জেলা শহরে শুরু করছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, জেলা ট্রাফিকের ইন্সপেক্টর (টিআই) প্রবীর কুমার দাস, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন, ওসি তদন্ত মো. মমিনুল হক ও শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল আলম।

লিটন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়