ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফরিদপুরে সড়কে টায়ারে আগুন, ককটেল বিস্ফোরণ

ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ১ ডিসেম্বর ২০২২   আপডেট: ২১:০৭, ১ ডিসেম্বর ২০২২
ফরিদপুরে সড়কে টায়ারে আগুন, ককটেল বিস্ফোরণ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪টি বোমা উদ্ধার করে। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা টায়ারের আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ বলছে, বিএনপি-জামায়াতের নেতা-কর্মী ও সমর্থকরা নাশকতা সৃষ্টির লক্ষ্যে এ ঘটনা ঘটিয়েছে। তবে বিএনপির পক্ষে থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব বলেন, ‘বিএনপি-জামায়াতের ৭০-৮০ জন নেতা-কর্মী ও সমর্থক সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে। এসময় ৪টি বোমা উদ্ধার করা হয়।’

বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘এটি কোনো পরিকল্পিত ঘটনা হতে পারে। বিএনপি কখনো এরকম নাশকতা করে না।’

বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখতে পাই, রাস্তার পাশে টায়ারে আগুন জ্বলছে। পরে আমরা আগুন নেভাতে সক্ষম হই।’

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে ইটপাটকেল, বিস্ফোরিত বোমার অংশবিশেষ এবং ৪টি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

নীরব/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়