ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুমিল্লা দক্ষিণ আ.লীগের সম্মেলন বৃহস্পতিবার

কুমিল্লা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ৪ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৩:১৮, ৪ ডিসেম্বর ২০২২
কুমিল্লা দক্ষিণ আ.লীগের সম্মেলন বৃহস্পতিবার

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও মুজিবুল হক মুজিব।

৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলার লালমাই উপজেলার বাগমরা হাইস্কুলে মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলন ঘিরে ইতোমধ্যে শরু হয়েছে মঞ্চ বানানোর প্রস্তুতি। নেতা-কর্মীরা উচ্ছ্বসিত। 

নেতাকর্মীদের সমর্থকদের পোস্টার ও ব্যানারে চেয়ে গেছে পুরো বাগমারা হাই স্কুলের চারপাশ। এরই মধ্যে শীর্ষ পদে কারা আসবেন তা নিয়ে চলছে আলোচনা। কাদের হাতে আগামী দিনের দায়িত্ব তুলে দেওয়া হবে তা নিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণ করছেন নেতাকর্মীরা। তবে দলটির বিশ্বস্ত সূত্র জানায়, সম্মেলনে সভাপতি পদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে (লোটাস কামাল) সভাপতি এবং রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিবকে সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হতে পারে। আগামী এক বছর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সে বিষয়টি খেয়াল রেখেই শীর্ষ পদে দায়িত্ব দেওয়া হতে পারে তাদের। এছাড়া আগেই এই দুই নেতার প্রতি আস্থা রাখছে কেন্দ্রীয় নেতারা।

তবে নির্বাচনকে সামনে রেখে কমিটিরতে নতুন কয়েকজনকে দেখা যেতে পারে। এবার ভালো পদ পেতে পারেন জেলার দক্ষিণের দুই নেতা ও সংসদ সদস্য  নাসিমুল আলম চৌধুরী ও সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন। এছাড়া  আলোচনা রয়েছে আগের কমিটির অর্থ সম্পাদক আলী আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপনসহ বেশকয়েকজনের নাম।

কুমিল্লা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা যায়, আগের কমিটির সভাপতি লোটাস কামাল ও সাধারণ সম্পাদ মুজিবুল হকের বিকল্প নেতা এখানো এ  জেলায় গড়ে ওঠেনি। তাই দক্ষিণ জেলার তৃণমূল আওয়ামী লীগের ভরসা এ দুই নেতা।দল ক্ষমতায় থাকায় কুমিল্লার অনেক উপজেলায় কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব দৃশ্যমান দেখা দিলে ও দক্ষিণ জেলা আওয়ামীলীগ ছিল ঐক্যবদ্ধ। এ দুই নেতা নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের স্থায়ী সমাধানের লক্ষ্যেই ত্যাগী ও দলের প্রতি নিবেদিত হয়ে কাজ করায় তাদের ওপর আস্থা রাখছেন সবাই। 

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রুপম মজুমদার বলেন, ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি চলছে। সম্মেলনের মঞ্চের কাজ চলমান রয়েছে। হাজার হাজার নেতাকর্মী এ সম্মেলনে আসবেন। আমরা আশা করছি ২০ হাজার নেতাকর্মী বাগমারা হাই স্কুলের মাঠে সমাবেত হবে। সম্মেলন সফল করতে আমরা দিনরাত পরিশ্রম করছি।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এছাড়া উদ্ধোধক হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান বক্তব্য হিসাবে থাকবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। সভাপতিত্বে করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। ত্রি-বার্ষিক সম্মেলন পরিচালনা করবেন কুমিল্লা দক্ষিণ জেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত থাকার কথা রয়েছে। 

 

এদিকে গতকাল শনিবার সন্ধ্যায় লালমাই উপজেলার বাগমারা হাই স্কুলের মাঠ পরিদর্শন করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক। তিনি বলেন, ত্রি-বার্ষিকী সম্মেলনের প্রস্তুতি চলছে। আমাদের কেন্দ্রীয় নেতারা আসবেন। তবে কাউন্সিলরা আগের কমিটির উপর আস্থা রাখবে বলে আমি মনে করি।’

উল্লেখ্য ২০১৬ সালে ২৩ জুলাই সর্বশেষ  কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সভাপতি এবং সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিবকে সাধারণ সম্পাদক করে  ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রুবেল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়