ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নকল মোড়কে ও মেয়াদোত্তীর্ণ আলুর বীজ বিক্রি, জরিমানা

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ৪ ডিসেম্বর ২০২২   আপডেট: ২০:৩৫, ৪ ডিসেম্বর ২০২২
নকল মোড়কে ও মেয়াদোত্তীর্ণ আলুর বীজ বিক্রি, জরিমানা

রংপুরে নকল মোড়কে ও মেয়াদোত্তীর্ণ আলুর বীজ বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি।

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে রংপুর মহানগরীর দর্শনা মোড় ও লালবাগ বাজার এলাকায় এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।

অভিযানে নগরীর দর্শনা মোড় সংলগ্ন কিষাণ হিমাগারে আলুর বীজ নকল মোড়কে অনুমোদনবিহীনভাবে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের নাম ব্যবহার করে প্যাকেজিং এবং বিপণন করার অপরাধে অ্যাপোলো ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লালবাগ বাজার এলাকার রংপুর চাষি ঘরকে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির অপরাধে ১৫০০ টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ বলেন, ‘এখন আলুর মৌসুম চলছে। এ মৌসুমকে টার্গেট করে একটি চক্র কোম্পানির নাম নকল করে আলুর বীজ নিয়ে ব্যবসার চেষ্টা করছে। বিভিন্ন স্থানে আমরা সোর্স ঠিক করে রেখেছি। খবর পেলেই সেখানে অভিযান পরিচালনা করছি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আমিরুল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়