ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সোনাতলার মেয়র আবারও কারাগারে

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ৫ ডিসেম্বর ২০২২  
সোনাতলার মেয়র আবারও কারাগারে

মেয়র জাহাঙ্গীর আলম

বগুড়ায় মারপিটের মামলায় সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম নান্নু ও তার ভাই আবুল কালাম আজাদ পুটুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

আজ সোমবার (৫ ডিসেম্বর) সকালে তারা মামলার জামিন নিতে আদালতে হাজির হলে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আওয়াল জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জি বলেন, ২০১৬ সালে আগস্টে সোনাতলা বন্দর এলাকায় মারপিটের ঘটনা ঘটে। সেই মামলায় তারা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন না দিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। 

কোর্ট ইন্সপেক্টর আরও বলেন, এর আগে ২০২১ সালে পৌর নির্বাচনের পরদিন মারপিটের আরেক মামলায় একই বছরের ৭ নভেম্বর জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছিল পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এরপর ৫ মাস কারাভোগ শেষে গত ৭ এপ্রিল জামিনে মুক্তি পান তিনি। 

এনাম/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়