ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ব্যানার-ফেস্টুনে আয় ৫ কোটি টাকা 

রেজাউল করিম, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ৬ ডিসেম্বর ২০২২   আপডেট: ১২:৩৮, ৬ ডিসেম্বর ২০২২
ব্যানার-ফেস্টুনে আয় ৫ কোটি টাকা 

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে চট্টগ্রামে বিভিন্ন নেতার নামে টিশার্ট ও ক্যাপ প্রিন্ট করানো হয়।

বন্দর নগরী চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ও মহাসমাবেশকে ঘিরে ব্যানার ও ফেস্টুন তৈরি করে কমপক্ষে ৫ কোটি টাকার ব্যবসা করেছেন প্রিন্টিং মালিকরা। এছাড়া বিভিন্ন নেতার নামে কয়েক লাখ গেঞ্জি, টিশার্ট, ক্যাপ প্রিন্টিং করেও আয় করেছেন তারা। 

চট্টগ্রাম নগরীর প্রেস পাড়া খ্যাত আন্দরকিল্লা এলাকার প্রিন্টিং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এতথ্য জানা গেছে। 

গত ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। অত্যন্ত সফলভাবে এই সমাবেশেষ শেষ হয়। সমাবেশে কমপক্ষে ২০ লাখ মানুষ যোগ দিয়েছিল বলে দাবি করেছে আওয়ামী লীগের চট্টগ্রামের নেতারা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষ্যে গত এক মাস ধরে ব্যানার ফেস্টুন ছাপিয়ে প্রচার-প্রচারণা চালানো হয় সমগ্র চট্টগ্রাম নগরী ও জেলার ১৫টি উপজেলায়। এ উপলক্ষ্যে ছাপানো হয় হাজার হাজার পিভিসি ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টার, লিফলেট ইত্যাদি। 

গতকাল সোমবার চট্টগ্রামের আন্দরকিল্লার প্রিন্টিং ব্যবসায়ীরা জানান, গত এক মাস তাদের দম ফেলানোর সুযোগ ছিলো না। রাত দিন কাজ করতে হয়েছে প্রেস, প্রিন্টিং এবং ডিজাইনে। 

সুলতান চৌধুরী নামের আন্দরকিল্লার একটি প্রিন্টিং প্রেসের ব্যবস্থাপক রাইজিংবিডিকে বলেন, ‘নভেম্বর মাস জুড়ে আমারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশের পোস্টার ব্যানার ছাপিয়ে ব্যবসা করেছি।’ 

সাইদুর রহমান নামের অপর এক প্রিন্টিং ব্যবসায়ী বিলেন, গত এক মাসে আন্দরকিল্লায় কমপক্ষে ৫ কোটি টাকার প্রিন্টিং ব্যবসা হয়েছে। ৩ শতাধিক ছোট-বড় প্রিন্টিং প্রেস, ডিজাইন হাউজ কারো কাজের কমতি ছিলো না। সবাই ভালো ব্যবসা করেছে।’ 

হাবিবুর রহমান নামের অপর এক প্রিন্টিং প্রেসের গ্রাফিক্স ডিজাইনার বলেন, ‘গত এক মাস শুধু পলোগ্রাউন্ডের জনসভার ব্যানার পোস্টারের ডিজাইন করেই কেটেছে। কোন নির্বাচনকালীন সময়েও এতো ব্যস্ততা থাকে না। চট্টগ্রাম নগরী ও জেলার প্রতিটি উপজেলা থেকেই নেতা-কর্মীরা জনসভার পোস্টার ব্যনার ছাপিয়ে নিয়ে গেছেন আমাদের কাছ থেকে।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক একটি প্রেসের মালিক বলেন, ‘আমার প্রেস থেকেই ২০ লাখ টাকার বেশি প্রিটিং প্রোডাক্ট সরবরাহ হয়েছে। পুরো আন্দরকিল্লায় এই মৌসুমের সবচেয়ে বেশি প্রিন্টিং- বিজনেস হয়েছে গত নভেম্বর মাসে। টাকার অংকে তা ৫ থেকে ১০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।’ 

সরেজমিনে দেখা গেছে চট্টগ্রাম মহানগরী ও জেলার প্রতিটি উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সমূহের প্রত্যেক পদধারী নেতা নিজ নিজ নামের ব্যানার পোস্টার ছাপিয়েছেন। এছাড়া চট্টগ্রামের প্রত্যেক সাংসদ, মন্ত্রীদের নামেও হাজার হাজার ব্যানার পোস্টর ছিালো সমগ্র চট্টগ্রাম জুড়ে। 

মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়