ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গলাচিপায় হঠাৎ ককটেল ও পেট্রোল বোমা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ৮ ডিসেম্বর ২০২২   আপডেট: ০৯:৪৪, ৮ ডিসেম্বর ২০২২
গলাচিপায় হঠাৎ ককটেল ও পেট্রোল বোমা

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে আরও ৩টি পেট্রোল বোমা এবং লাল স্কচটেপ মোড়ানো ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৭ ডিসেম্বর) রাত দশটায় গলাচিপা সদর ইউনিয়ন ভূমি অফিসের পুকুর ঘাটে এ বিস্ফোরণ ঘটে। এসময় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। 

পরে ওই স্থান থেকে আরও ৩টি পেট্রোল বোমা এবং লাল স্কচটেপ মোড়ানো ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। এসময় উদ্ধারকৃত ককটেল বালতির পানিতে চুবিয়ে নিস্ক্রিয় করা হয়। তবে কে বা কারা এঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।  

গলাচিপা সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মিলন মিয়া বলেন, রাতে অফিসে বসে কাজ করছিলাম। রাত দশটার দিকে তিন বার বিকট শব্দ শুনতে পাই। প্রথমে ভেবেছি বিদ্যুতের কিছু একটা বাস্ট হয়েছে। পরে শব্দগুলো সন্দেহজনক মনে হওয়ায় পুলিশে খবর দেই। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, বিস্ফোরণের পর ঘটনাস্থলে অভিযান চালিয়ে আমরা ককটেল সদৃশ ৪টি বস্তু ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করি। এ বিষয়ে এখনও তদন্ত চলছে।

ইমরান/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়