ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রসিক নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ৯ ডিসেম্বর ২০২২  
রসিক নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন

নির্বাচনে প্রতীক বরাদ্দের কপি গ্রহণ করছেন জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তৃতীয়বারের মতো দেশের দ্বিতীয় বৃহত্তম এই সিটি নির্বাচনে ৯ জন মেয়র প্রার্থী নিজেদের পছন্দের প্রতীক পেয়ে অনেকটাই উচ্ছাসিত।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি হলরুমে ঘোষিত তফসিল অনুযায়ী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক বরাদ্দের কপি তুলে দেন রসিক রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

নির্বাচনে প্রতীক বরাদ্দের কপি গ্রহণ করছেন আওয়ামী লীগ মনোনীত হোসনে আরা লুৎফা ডালিয়া

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা) প্রতীক, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান (হাতপাখা), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আবু রায়হান (ডাব), স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার লতিফুর রহমান (হাতি), খেলাফত মজলিসের প্রার্থী তৌহিদুর রহমান মন্ডল (দেয়াল ঘড়ি), জাসদ মনোনীত প্রার্থী শফিয়ার রহমান (মশাল), স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান (হরিণ) ও জাকের পার্টির মনোনীত প্রার্থী খোরশেদ আলম (গোলাপ ফুল) প্রতীক পেয়েছেন।

মেয়র ছাড়াও ৩৩ টি ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৭৯ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন রসিক নির্বাচন কর্মকর্তা।

এদিকে প্রতীক পেয়ে আওয়ামী লীগ প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া রংপুর জেলা ও মহানগর নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এসে সাংবাদিক সম্মেলন করে পরিকল্পিত নগরী গড়তে ইশতেহার ঘোষণা করেন।

অপরদিকে একই সময়ে জাপার মনোনীত লাঙ্গল প্রতীক প্রার্থী বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাও নগরীর খামার মোড় এলাকায় নিজ নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইশতেহার উপস্থাপন করেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ২৮ জুন পৌরসভা থেকে ১৮টি ওয়ার্ড বর্ধিত করে ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন গঠিত হয়। এরপর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ওই বছরের ২০ ডিসেম্বর। এতে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু প্রথম মেয়র নির্বাচিত হন। ২০১৭ সালের ২১ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

বর্তমানে এই সিটি করপোরেশনের জনসংখ্যা প্রায় ১০ লাখ। আর ভোটার রয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। 

তৃতীয়বারের মতো রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর। এদিন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

আমিরুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়