ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ১৮ ডিসেম্বর ২০২২   আপডেট: ২২:২৪, ১৮ ডিসেম্বর ২০২২
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সমর্থকদের সংঘর্ষে সবুজ (২৩) নামের একজন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত সবুজ বাঁশগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দি গ্রামের হানিফ মিয়ার ছেলে। সে বাঁশগাড়িতে গাড়ির স্ট্যান্ডে কাজ করত।

বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন রাতুল, ‘রোববার বিকেলে বাঁশগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থকরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় আমার সমর্থিত সবুজকে গুলি করে হত্যা করা হয়।’

নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন বলেন, ‘একজন মারা গেছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।’

রায়পুরা থানার ওসি (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, ‘দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন আহত হয়েছেন বলে জেনেছি, নিহতের কোনও সংবাদ পাইনি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।’

হৃদয়/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়