ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগে প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ২৭ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৫:২৩, ২৭ ডিসেম্বর ২০২২
প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগে প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের বাহিনী। সুখে-দুঃখে সব সময়ে দেশের মানুষের পাশে থেকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগ করতে সর্বদা প্রস্তুত রয়েছে সেনাবাহিনী।’

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সেনাবাহিনীর শীতকালীন অনুশীলন পরিদর্শন শেষে ডুগডুগিহাট ডিগ্রি কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

 সেনাপ্রধান বলেন, ‘সেনাবাহিনীর আধুনিকায়নের প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নত দেশ থেকে আনা যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার করার অস্ত্র গুলো পরীক্ষার জন্যই শীতকালীন প্রশিক্ষণের আয়োজন করা হয়।’ 

অনুষ্ঠানে বগুড়া-১১ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল খালেদ আল মামুনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ১ হাজার ৮০০ জন দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

মোসলেম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়