ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভৈরবে ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ৬ জানুয়ারি ২০২৩  
ভৈরবে ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

কিশোরগঞ্জের ভৈরবে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় একটি বগি লাইনচ্যুত হওয়ার ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. নুর নব্বী।

তিনি জানান, স্টেশনে ট্রেন আসার পর ট্রেনটি ইঞ্জিন ঘুরানোর সময়ে ইঞ্জিনের ধাক্কায় ট্রেনে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।  তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় কয়েক জন যাত্রী আহত হয়েছে বলে জানা যায়।

এই ঘটনার পর ট্রেনটি স্টেশনের প্ল‌্যাটফর্মে পড়েছিল।  প্রায় ৩ ঘন্টা পর আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে ট্রেনটি মেরামত করে ক্ষতিগ্রস্ত তিনটি বগি রেখে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করে। 

শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্ল‌্যাফর্মে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে  ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগোরসিন্ধুর ট্রেন ভৈরব স্টেশনে পৌঁছালে ভৈরব থেকে কিশোরগঞ্জ মুখে ট্রেনের ইঞ্জিন পাল্টানোর সময়ে ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় ইঞ্জিনের ধাক্কায় বগি থেকে কয়েক জন যাত্রী আহত হয়েছে। এই ঘটনায় ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে  এক বগি লাইনচ্যুত ও তিনটি বগির ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বগির দরজা, জানালা, গ্লাস, উঠার সিড়ি ভেঙেছে। 

/রুমন/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়