ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঝালকাঠিতে পিঠা উৎসব

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ৬ জানুয়ারি ২০২৩  
ঝালকাঠিতে পিঠা উৎসব

ছবি: রাইজিংবিডি

ঝালকাঠিতে পিঠা উৎসবের আয়োজন করেছে কোয়ন্টাম ফাউন্ডেশন নামের একটি সংগঠন।এ উপলক্ষে শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় শহরের কামার পট্টিরোড় কোয়ান্টাম প্রশান্তির ভুবনে ৩১ পদের পিঠা নিয়ে পিঠা উৎসবের আয়োজন করে সংগঠনটি।

সংগঠনের কোয়ান্টামরা হাতে তৈরি দেশি  কাচিকচা, পাটিসাপ্টা, ভাপাসহ বিভিন্ন পিঠা তৈরি করেন। এসব পিঠা ১০ থেকে ৩০ টাকায় বিক্রি করা হয়। সংগঠনের ৩০তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে এ আয়োজন করা হয়।

এর আগে ভোরে শহরের পৌর মিনিপার্কে শরীর চর্চা ও ধ্যানে মগ্ন হন সংগঠনের শতাধিক সদস্যরা। পরে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মারুফা বেগম, বীর মুক্তিযোদ্ধা শহীদ ইমাম পাশা, প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি ফয়সাল রহমান জসিম, কোয়ান্টাম নুসরাত জাহান ও রাশেদুল ইসলাম শান্ত প্রমুখ। 

কোয়ান্টাম ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ অনুষ্ঠানে শতাধিক শিশু, যুবক,তরুণ-তরুণী,নারী ও পুরুষ অংশ নেন।

/অলোক/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়