ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুলনায় আগুনে পুড়লো পাট গোডাউন 

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ৭ জানুয়ারি ২০২৩  
খুলনায় আগুনে পুড়লো পাট গোডাউন 

খুলনার আড়ংঘাটায় পাটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৭ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

এর আগে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে আড়ংঘাটা সড়কের পাশের ওই গোডাউনে আগুন লাগে।

খুলনা ফায়ার সার্ভিস অফিসের উপ-সহকারী পরিচালক (খুলনা) তানহারুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে গোডাউনে পাটের ঝুট বেশি থাকায় আগুন এখনও পুরোপুরি নেভেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর মামুন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়।

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। আমাদের ৭টি ইউনিট দুপুর সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন নির্বাপনের কাজ চলছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

নূরুজ্জামান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়