ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঘন কুয়াশায় ঝুঁকি নিয়ে চলছে স্পিডবোট-ট্রলার

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ৭ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৬:৫১, ৭ জানুয়ারি ২০২৩
ঘন কুয়াশায় ঝুঁকি নিয়ে চলছে স্পিডবোট-ট্রলার

নিষেধাজ্ঞা অমান্য করে ঘন কুয়াশার ভেতর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে স্পিডবোট-ট্রলার চলাচল করছে। এতে মাঝেমধ্যে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (৭ জানুয়ারি) সকালে ঘাট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সকাল সাড়ে ৭টা থেকে ১১টা পর্যন্ত ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

তবে নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে কিছু স্পিডবোট ও ট্রলার যাত্রী পারাপার করেছে। এসময় মাঝ নদীতে আটকা পড়ে ৩টি ফেরি।

বিআইডব্লিউটিসি আরিচা বন্দরের পোর্ট অফিসার সাজ্জাদ রহমান বলেন, ‘ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে কিছু স্পিডবোট-ট্রলার ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করেছে।’

শামীম/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়