ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ: গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ৯ জানুয়ারি ২০২৩   আপডেট: ১২:২৪, ৯ জানুয়ারি ২০২৩
প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ: গ্রেপ্তার ২

নোয়াখালীর সেনবাগে এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গতকাল রোববার নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় চার জনকে আসামি করে মামলাটি করেন ভুক্তভোগী ওই নারী।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন- উপজেলার বিজবাগ ইউনিয়নের পশ্চিম কাজীরখিল গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ুন কবির (৩০) ও আব্দুল করিমের ছেলে মো. সোহেল (২৮)।

পলাতক আসামিরা হলেন- উপজেলার পশ্চিম কাজীরখিল গ্রামের ফকির উদ্দিনের ছেলে মো. ইয়াসিন (৩২) ও মৃত শামসুল হকের ছেলে  ইমন (২০)।  

এর আগে, গত বৃহস্পতিবার রাতে ধর্ষণের ওই ঘটনা ঘটে।  

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী প্রবাসে থাকেন। ওই গৃহবধূকে হুমায়ুন কবির বহুদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় হুমায়ুন ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী বাড়ির বাইরে গেলে আসামিরা তাকে মুখ চেপে ধরে পুকুর পাড়ের বাগানে নিয়ে যায় এবং ধর্ষণ করেন। পরে আসামিরা পালিয়ে যান।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, চার জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালছে। 

তিনি আরও জানান, আসামিদের সোমবার (৯ জানুয়ারী) সকালে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।  

মওলা সুজন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়