ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

হাসপাতালে ঢুকে অস্ত্রের মুখে চিকিৎসকের টাকা-মোবাইল ছিনতাই

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ৯ জানুয়ারি ২০২৩   আপডেট: ২২:৫৫, ৯ জানুয়ারি ২০২৩
হাসপাতালে ঢুকে অস্ত্রের মুখে চিকিৎসকের টাকা-মোবাইল ছিনতাই

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে আবুল কালাম আজাদ নামের এক চিকিৎসককে অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী চিকিৎসক এ ঘটনায় থানায় মামলা করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার রাতে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন উপ-সহকারী মেডিকেল অফিসার আবুল কালাম আজাদ। রাতে দুই ব্যক্তি প্রথমে ওই চিকিৎসককে লাঠি দিয়ে আঘাত করে। পরে অস্ত্র ও ধারালো ছুরি ঠেকিয়ে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী চিকিৎসক বলেন, ‘রাতে হঠাৎ দুই ব্যক্তি জরুরি বিভাগে উপস্থিত হয়। তাদের কি হয়েছে জানতে চাইলে, একজন প্রথমে লাঠি দিয়ে আঘাত করে। এসময় সঙ্গে থাকা অপরজন ধারালো ছুড়ি ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।’

হাসপাতালের নিরাপত্তা প্রহরী মো. তারিকুল ইসলাম বলেন, ‘ছিনতাইয়ের ঘটনার সময় রাতের খাবারের জন্য বাসায় গিয়েছিলাম।’

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ শরীফ বলেন, ‘জরুরি বিভাগে সিসি ক্যামেরা থাকলেও ছিনতাইয়ের সময় তার প্লাগ খোলা ছিল। অপরাধীরা হয়তো প্লাগ খুলে রেখেছে।’

বাইরের কেউ সিসি ক্যামেরার প্লাগ কীভাবে খুলে জানতে চাইলে তিনি বলেন, ‘এর আগেও, কয়েকবার চুরির মতো ঘটনা ঘটেছে। তখনো দেখা গেছে, সিসি ক্যামেরার প্লাগ খোলা।’

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রনি ও রাকিব নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।’

শামীম/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়