ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ৩ জনের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ১০ জানুয়ারি ২০২৩   আপডেট: ১১:০৬, ১০ জানুয়ারি ২০২৩
নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ৩ জনের কারাদণ্ড

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে তিন মাস করে কারাদণ্ড ও দেড় লাখ টাকা অর্থ জরিমানা করা হয়েছে।

সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে তাদের আটক করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা ভ্রাম্যমাণ আদালতে তাদের দণ্ডাদেশ প্রদান করেন। এ সময় চারটি বলগেট জব্দ হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন-পাশ্ববর্তী বরগুনা জেলার তালতলী এলাকার দলিল পাটোয়ারীর ছেলে মো. মাহবুব পাটোয়ারী (৪৫) ও বগুড়ার গাবরিয়া এলাকার মো. কবির হোসেনের ছেলে মো. ইসমাইল (৩২), ঝালকাঠির সদর পিপলিতা এলাকার ইউনুস আকনের ছেলে মো. ইউসুফ আকন (৩৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা জানান, সোমবার দুপুর তিনটার দিকে সদর উপজেলার দেউরী ও নলছিটি উপজেলার ভবানীপুর এলাকার বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছিল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি ড্রেজারের তিনজন শ্যমিককে আটক ও বলগেট জব্দ করা হয়। আটককৃতদের সাজা দেওয়া হয়েছে। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারামতে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

/অলোক/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়