ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রান্নাঘরে মিললো ৬ ফুট লম্বা অজগর

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ১১ জানুয়ারি ২০২৩  
রান্নাঘরে মিললো ৬ ফুট লম্বা অজগর

বরগুনার পাথরঘাটার রুহিতা গ্রামের একটি রান্নাঘর থেকে ৬ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। পরে পাথরঘাটার হরিণঘাটা বনে সাপটি অবমুক্ত করা হয়। 

বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রুহিতেয়া গ্রামের বাবুল মুন্সির বাড়ি থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়। 

বাবুল মুন্সি বলেন, ‘দুপুরের দিকে আমার স্ত্রী রান্নাঘরে যান। এসময় বিশাল আকৃতির একটি সাপ দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা এসে বিষয়টি আমাকে জানান। আমি বন বিভাগকে জানাই। পরে পাথরঘাটা বন বিভাগ ও বন্যপ্রাণি সংরক্ষণ ও উদ্ধার টিম ‘এনিমেল লাভার অফ পাথরঘাটা’র সদস্যরা আমার বাড়িতে গিয়ে অজগরটি উদ্ধার করে নিয়ে যান।’

বন বিভাগের টেংরা বিট কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘স্থানীয়দের সহায়তায় অজগরটি উদ্ধার করে হরিনঘাটা বনে অবমুক্ত করেছি আমরা। আমাদের ধারণা হরিণঘাটা বন থেকে পার্শ্ববর্তী গ্রামে চলে এসেছিল সাপটি। স্থানীয় মানুষজন সচেতন হওয়ায় অজগরটিকে কেউ আঘাত করেননি।’ 

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়