ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সোয়া ৫ কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ১৪ জানুয়ারি ২০২৩   আপডেট: ২০:২৩, ১৪ জানুয়ারি ২০২৩
সোয়া ৫ কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

লক্ষ্মীপুরের রামগতিতে ১৬টি মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে ১৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, শনিবার দুপুরে রামগতি উপজেলার মেঘনা নদী এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১৬টি মাছ ধরার নৌকায় তল্লাশি চালিয়ে ১৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। তবে এসময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।

শাফিউল কিঞ্জল বলেন, ‘নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে আমাদের অভিযান চলছে। কারেন্ট জাল ব্যবহারে মৎস্য সম্পদ ধ্বংস হয়। নদীতে মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

লিটন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়