ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সুন্দরবন-১৪ লঞ্চের স্টাফদের তর্কাতর্কি, একজন নিহত

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ১৪ জানুয়ারি ২০২৩   আপডেট: ২০:২৭, ১৪ জানুয়ারি ২০২৩
সুন্দরবন-১৪ লঞ্চের স্টাফদের তর্কাতর্কি, একজন নিহত

ফাইল ফটো

ঢাকা-পটুয়াখালী নৌরুটে চলাচলকারী এমভি সুন্দরবন-১৪ লঞ্চের স্টাফদের মধ্যে তর্কাতর্কির জেরে ওই লঞ্চের সুপারভাইজার আব্দুর রাজ্জাক (৬৫) মারা গেছেন।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালী লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায়  লঞ্চের আরেক সুপারভাইজার ইউনুছকে আটক করেছে পুলিশ।

সুন্দরবন নেভিগেশনের ব্যবস্থাপক আবুল কালাম ঝন্টু বলেন, ‘কেবিন ভাগাভাগি নিয়ে কেরানি মশিউর রহমানের সঙ্গে আব্দুর রাজ্জাকের কথা-কাটাকাটি হয়। এসময় রাজ্জাক উচ্চবাচ্যে কথা বলতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি স্ট্রোকের রোগী ছিলেন।’

সুন্দরবন-১৪ লঞ্চের সুকানি বজলুর রহমান বলেন, ‘রাজ্জাকের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল কেরানির। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’ 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘সুন্দরবন-১৪ লঞ্চের স্টাফদের মধ্যে কথা-কাটাকাটিতে মারা গেছেন সুপারভাইজার রাজ্জাক। ডাক্তার বলেছেন ব্রড ডেথ।’

ইমরান/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়