ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ১৫ জানুয়ারি ২০২৩  
বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

ময়মনসিংহে বড় ভাই আক্তার আলীকে হত্যার দায়ে ছোট ভাই আকবর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আকবর আলী জেলার মুক্তাগাছা উপজেলার জয়দা গ্রামের মৃত আব্দুল শেখের ছেলের ছেলে।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক ঝুটন কুমার বর্মণ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বিচারক।’

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে আক্তার আলী ও আকবর আলীর মধ্যে বিরোধ ছিল। ২০১৬ সালের ৩১ জুলাই রাতে বড় ভাই আক্তার আলীর ঘরের দরজা ভেঙ্গে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করেন আকবর আলী। প্রতিবেশীরা আহতাবস্থায় আক্তার আলীকে উদ্ধার করে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আক্তার আলীর ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে আকবর আলীকে আসামি করে থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

আদালতে সরকারি পক্ষে আইনজীবী শেখ আবুল হাসেম ও আসামির পক্ষে শিব্বির আহমেদ লিটন মামলাটি পরিচালনা করেন।

মিলন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়